প্রচ্ছদ / খবর / শ্রমীক-লীগ নেতার পা কেটে বিছিন্ন কারার ঘটনায় ইউপি চেয়ারম্যান আওয়াল আওয়ামীলীগ থেকে বহিস্কার

শ্রমীক-লীগ নেতার পা কেটে বিছিন্ন কারার ঘটনায় ইউপি চেয়ারম্যান আওয়াল আওয়ামীলীগ থেকে বহিস্কার

বাগেরহাট জেলার ফকিরহাটে শ্রমীক-লীগের নেতা গাউসের একটি পা কেটে বিছিন্ন কারার ঘটনায় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এম এ আওয়াল কে দল হতে সাময়িক বহিস্কার করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় দলের সকল নেতা কর্মিরা এ সির্ধান্ত গ্রহন করেছেন।

এঘটনায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন গাউসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দ্দেশ প্রদান করেন। কিন্তু মামলার প্রায় ২৬দিন অতিবাহিত হলেও এজাহারভূক্ত কোন আসামী অদ্যবদী আটক হয়নী।

এদিকে গাউসের পা কর্তনকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের মদদ দেওয়া সহ নানা অভিযোগ আশায় এম এ আওয়াল কে দল ও পদ হতে সাময়িক বহিস্কার করা হয়েছে।

গত ১৫জুন বিকালে শুভদিয়া ইউনিয়ন আওয়ালীগের দলীয় কর্যালয়ে এক বিশেষ বধিত সভায় সভাপতি ওমর ফারুক এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম তাকে দল হতে সাময়িক বহিস্কার করেছেন, যা ২২জুন লিখিত আকারে উর্দ্ধতন নেতাদের অবহিত করা হয়।

উল্লেখ্য, গত ৩১মে সকালে শুভদিয়া ইউনিয়ন শ্রমীক-লীগের সভাপতি শেখ গাউস (৫৪) কে তুচ্ছ ঘটনার জের ধরে শুভদিয়া পুলিশ ফাড়ির সামনে প্রকাশ্যে তার একটি পা কেটে শরীর হতে বিছিন্ন করে ফেলে। এঘটনায় তার ভাইপো সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় সন্ত্রাসীদের নামে মামলা করলেও কোন আসামী কে আটক করতে পারেনী ।

ইতিপূর্বে ঐ সন্ত্রাসীরা সরোয়ার হোসেন নামের এক সাবেক মেম্বরের দুইপা ভেঙ্গে গুড়িয়ে ফেলার অভিযোগে একই সন্ত্রাসীদের নামে থানায় মামলা হয়। সেই মামলায় উক্ত আসামীরা উচ্ছ আদালত হতে জামিন নিয়ে বাড়ীতে এসে শেখ গাউস এর একটি পা কেটে শরীর হতে বিছিন্ন করে ফেলে। এছাড়াও উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় হত্যার চেষ্টা, দাঙ্গা হাঙ্গামা, হামলা, চাদাবাজী সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে এলাকাবাসির অভিযোগ।

advertise২৬০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক