প্রচ্ছদ / খবর / শরনখোলায় পুকুর থেকে একটি কুমিরের বাচ্চা উদ্ধার

শরনখোলায় পুকুর থেকে একটি কুমিরের বাচ্চা উদ্ধার

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ী বাজারের পুকুর থেকে একটি কুমিরের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

ছবি: বাগেরহাট ইনফো ডটকম।
ছবি: বাগেরহাট ইনফো ডটকম।

চার দিন চেষ্টার পর সোমবার রাত আটটার দিকে চার ফুট লম্বা ওই কুমিরটি উদ্ধার করে বনবিভাগ ও এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০ টায় কুমিরটিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলীবান্দা এলাকার কুমিরমারা খালে অবমুক্ত করা হয়েছে।

শরণখোলা রেঞ্জের এসিএফ কাশ্যপী বিকাশ চন্দ্র বাগেরহাট ইনফোকে জানান, গত চারদিন আগে তাফালবাড়ী বাজারের ঘনবসতিপূর্ণ এলাকার একটি পুকুরে কুমিরটি দেখতে পেয়ে বনবিভাগকে জানায় স্থানীয় বাসিন্দারা। এরপর কুমরিটি ধরার জন্য চেষ্টা চলতে থাকে।

সবশেষ গতকাল শরণখোলা রেঞ্জের সন্ন্যাসী মোবাইল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খানের নেতৃত্বে বনরক্ষীরা ও এলাকাবাসীর সহায়তায় সোমবার রাতে কুমিরটিকে উদ্ধার করে।

কুমিরের বাচ্চাটি মঙ্গলবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।  চোরা শিকারীরা পাচারের উদ্দেশে বন থেকে কুমিরটি ধরে এনে পরে ধরা পড়ার ভয়ে ওই পুকুরে ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে।

তবে, এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বনবিভাগ।

০২ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক