প্রচ্ছদ / খবর / মরণোত্তর সম্মাননা পেলেন ‘দ্রোহে’র কবি রুদ্র

মরণোত্তর সম্মাননা পেলেন ‘দ্রোহে’র কবি রুদ্র

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
বাগেরহাট ফাউন্ডেশন আয়জিত ‘কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা- ২০১৩’ এ মরণোত্তর সম্মাননা পেলেন দ্রোহের কবি রুদ্র মোহম্মদ শহীদুল্লাহ।
এ বছর ফাউণ্ডেশনের কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাকে সাহিত্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ মো: ওয়াহিদ উজ জামান এর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তার ছোটভাই সুমেল শারাফাত।
এ বছর মোট ১২টি ক্যাটাগরীতে ২৫ জন গুণীকে সম্মাননা ও ৭৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। শিক্ষায় মরণোত্তর সম্মাননা পেয়েছেন বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ মো: কাওছার ও সমাজ সেবায় সাবেক পৌর মেয়র এএসএম আতাহার হোসেন আবু (আবু বড় মিয়া)।
এ বছর সাহিত্যে গুণীজন সম্মাননা পেয়েছেন কথা সাহিত্যিক মুক্তিযোদ্ধা সুশান্ত মজুমদার, শিক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডা. সৈয়দ সিরাজুল করিম, সাংস্কৃতিতে অ্যাড. জাহাঙ্গীর আলী বাবু, ক্রীড়ায় বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ, জাতীয় এ্যাথলেট বুলবুলি আক্তার ও ক্রীড়া সংগঠক সরদার সেলিম আহমেদ। সাংবাদিকতায় বিএসএস এর জেলা প্রতিনিধি অ্যাড. শাহ আলম টুকু, সমাজ সেবায় বাগেরহাট ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন ও বাগেরহাট ২ আসনের এমপি অ্যাড. মীর শওকাত আলী বাদশা, মুক্তিযুদ্ধে মো: মোস্তফা কামাল বীর প্রতিক, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল ও মসাইদ ইব্রাহিম হোসেন।
বিশেষ সম্মাননা পেয়েছেন বাগেরহাটের পাঁচ কৃতি সন্তান বিচারপতি আশীষ রঞ্জন দাশ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ মো: ওয়াহিদ উজ জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব শেখ আলতাফ আলী ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভুইঞা শফিকুল ইসলাম ও বিশ্বব্যাঙ্কের বিকল্প নির্বাহী পরিচালক ড. মোহম্মদ তারেক।
অস্বচ্ছল গুণিজন সম্মাননা ও আর্থিক অনুদান পেয়েছেন খুলনা বেতারের শিল্পী মো: সালাহ উদ্দিন মন্টু, সাংবাদিক এস এম তাজ উদ্দিন, ক্রীড়াবীদ একরামুল কবীর ও আলমগীর চান্দু, মুক্তিযোদ্ধা শাহাদাৎ শেখ, প্রতিবন্ধী উন্নয়নকর্মী শেখ শামীম হাসান, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান শিকদার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী উজ্জ্বল কুমার হালদার ও তানিয়া সুলতানা।
উল্লেখ, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে বাগেরহাট ফাউণ্ডেশন এই নিয়ে মোট ৪ বার এই কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছে।
বাগেরহাট ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক মীর জুলফিকার আলী জানান, শিক্ষা, সমাজসেবা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাগেরহাটের ব্যক্তিত্ব এবং সম্ভাবনাময় মেধাবীদের এই সম্মাননা ও এককালীন বৃত্তি দেয়া হয়ে থাকে।
০৩ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই/

About ইনফো ডেস্ক