প্রচ্ছদ / খবর / ব্যানার তুলছে পুলিশ

ব্যানার তুলছে পুলিশ

BagerhatPhoto1-(01-12-2013)বাগেরহাটে রাজনৈতিক প্রচারনা মূলক ব্যানার-ফেস্টুন অপসারনের জন্য অভিযান শুরু করেছে জেলা পুলিশ।

রবিবার সন্ধা থেকে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিয়াকাত আলির নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

ওসি লিয়াকাত আলি বাগেরহাট ইনফোকে জানান, শনিবার নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে রাজনৈতিক প্রচারনা মূলক ব্যানার-ফেন্টুন, বিলবোর্ড অপসারণের চিঠি আসে। চিঠি পাওয়ার তিন দিনে মধ্যে রাজনৈতিক প্রচারনা মূলক ফেস্টুন, ব্যানার অপসরনের জন্য বলা হয়েছে।

তাই গাছে কিংবা বিভিন্ন স্থানে টানানো ফেস্টুন, ব্যানার অপসরণ করা হচ্ছে। রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ছাড়া অন্য কোন ব্যানার বা ফেস্টুন অপসরণ করা হচ্ছে না।

বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে জানান, ফেস্টুন, ব্যানার অপসরনের জন্য রাজনৈতিক নেতাদের সময় দেয়া হয়েছিল। কিন্তু তারা অপসরণ করে নি। তাই পুলিশ অপসরণে নেমেছে।

শুধু বাগেরহাট সদর নয়, জেলার অনান্য উপজেলা গুলোতেও পুলিশ এরই মধ্যে রাজনৈতিক প্রচারণা মূলক এসব ব্যানার, ফেস্টুন অপসারণের অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

০১ ডিসেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক