প্রচ্ছদ / খবর / আটক ৪ তেল পাচারকারী জেল হাজতে

আটক ৪ তেল পাচারকারী জেল হাজতে

মংলার একটি ফ্যাক্টরী থেকে র‌্যাব ও পুলিশের জন্য বরাদ্দকৃত সয়াবিন তেল পাঠানোর সময় পাচারের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক আটক করেছে পুলিশ।

kalaparaOilসোমবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার কলোরোয়া উপজেলার আব্দুর রশীদ শিকদারের ছেলে দেলোয়ার শিকদার(৩৫), আঃ লতিফ মুন্সির ছেলে আবুল হোসেন(৩৭), নুরুল ইসলামের আব্দুর রহমান(৩৮), আঃ রশীদের ছেলে জামাল খান (৩৪)।

মংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মারফত ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, গত ২১ ডিসেম্বর রাতে মংলার একটি তেল ফ্যাক্টরী থেকে র‌্যাব ও পুলিশের ঢাকা হেডকোয়াটারের জন্য একটি ট্রাক ভর্তি করে ৯হাজার২শ’ লিটার তেল পাঠানো হয়।

কিন্তু ট্রাকটি গন্তব্যে না গিয়ে ড্রাইভার ও হেলপার যোগসাযোস করে তেল কলোরোয়া উপজেলায় বিক্রি করে ট্রাক নিয়ে উধাও হয়ে যায় তারা।  খবর পেয়ে রোববার  পুলিশ যৌথ অভিযান চালায় কলোরোয়ায়।

রাতেই এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪জনকে আটক করে সোমবার ভোররাতে পটুয়াখালীর কলাপাড়া থানা থেকে মংলা থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, এঘটনায় ২৮ ডিসেম্বর ওডিবল ওয়েল কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলামের দায়েরকৃত প্রতারণা মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আটকের সময় তাদের কাছ থেকে প্রায় ৫০০০ লিটার জ্বালানী তেলও উদ্ধার করা বলে জানান এসআই মারফত।

৩০ ডিসেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এমএমএফ/এসএস/আই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক