প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি শুরু

উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি শুরু

BagerhatPhoto01(28-01-2014)বাগেরহাটের কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস।

মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির সহ-সভাপতি রাড়ীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ লুৎফর রহমান ভাইস চেয়ারম্যান পদে সর্ব প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

বিএনপির দলীয় সমর্থন পেয়ে নির্বাচনে জয়ী হবেন বলে এসময় আশাবাদের কথা জানান তিনি।

হাম-রুবেলা টিকা কর্মসুচিতে অনিয়মের অভিযোগ

কচুয়া : আগামী প্রজন্মকে সুস্থ্য সবল রাখতে সরকার সারাদেশে হাম-রুবেলা টিকা কর্মসুচি ২৫ জানুয়ারী থেকে শুরু করেছে যা ১৩ দিন চলবে। সারাদেশের ন্যায় কচুয়া উপজেলায় ও চলছে এ কর্মসুচি

তবে নেই তেমন কোন প্রচার-প্রচারনা, এছাড়া সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ব্যস্থ হয়ে পড়েছেন ভুয়া ভাউচার ও অর্থ আত্বসাতের মহোৎসবে।

কর্মসুচি শুরু করার পুর্বে প্রশিক্ষন বাবদ প্রতি কর্মীর প্রাপ্ত টাকার শিংহ ভাগ রয়েছে কর্তার পকেটে। এছাড়া ভুয়া স্বাক্ষর করে অর্থ তুলে নেয়ার অভিযোগ রয়েছে। আবার চিঠি দিয়েও উপস্থিত হলে তাদেরকে প্রশিক্ষন আজ হবেনা বলে জানিয়ে দিয়ে পরে বাড়ী গিয়ে ১১৫ টাকা দিতে দেখাগেছে।

জানা যায়, ৯ মাস থেকে ১৫ বছরের ৩০৭৯৫ জন ও ০ থেকে ৫৯ মাসের ৯৩৬০ জনকে এ টিকা দেয়া হবে।

উপজেলার ৭টি ইউনিয়নে ৪২৪ টি ক্যাম্পে ৭৯০ জন কর্মি ও ১১৬৪ জন সেচ্ছাসেবকের মাধ্যমে এ কর্মসুচি সম্পন্ন করা হবে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি অর্থ আত্বসাতের বিষয়টি এড়িয়ে যান। তবে, কর্মসুচির জন্য বরাদ্ধের ব্যয়ের বিষয়ে জানতে চাইলে, অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

২৮ জানুয়ারি ২০১৪ :: শুভংকর দাস বাচ্চু,করেসপন্ডেন্ট, 
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক