প্রচ্ছদ / খবর / অপহরণের অভিযোগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

অপহরণের অভিযোগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Bagarhat-mapঅপহরণের অভিযোগে বাগেরহাটের মারেলগঞ্জ থেকে একটি  বিদেশী নাইন এম এম পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে।

বৃহষ্পতিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামে এঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আবু বক্কর শরীফ ওরফে টিটু শরীফ (৩৮) উপজেলার খারুইখালী গ্রামের শামসুর রহমান শরীফের ছেলে। তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, পার্শবর্তী পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি গ্রামের আব্দুর রব নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে মারধর করার অভিযোগে টিটু শরীফকে গ্রেপ্তার করা হয়।

এসময় চিংড়ি ঘের ব্যবসায়ী আব্দুর রবকে আহত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আব্দুর রকিব খান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বৃহষ্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে একটি চায়ের দোকানে চা পান করার সময় আব্দুর রব নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যায় টিটু শরীফ।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় টিটু শরীফকে খারুইখালী গ্রাম থেকে একটি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করে। এসময় অপহ্নত চিংড়ি ঘের ব্যবসায়ী আব্দুর রবকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি জানান, আহত আব্দুর রব দীর্ঘদিন ধরে পিরোজপুর থেকে মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী এলাকায় এসে চিংড়ি ঘের করছিলেন।

তাঁর ওই চিংড়ি ঘের দখলে নিতে আব্দুর রবকে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান তিনি।

১৩ ফেব্রুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
অলীপ ঘটক/আই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক