প্রচ্ছদ / খবর / বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে

বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে, তাই তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে। এ নির্বাচনে সরকার কোনভাবে প্রভাব বিস্তার করবে না, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

BagerhatPhoto-01(16-02-2014)রবিবার বিকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে খুলনা ও বরিশাল বিভাগের খাদ্য কর্মকর্তা এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী খাদ্য কর্মকর্তাদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং খাদ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোন প্রকার দূর্নীতি ও সিন্ডিকেট করে কোন কাজ করবেন না। খাদ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততার সঙ্গে দ্বায়িত্ব পালন করার নির্দেশদেন মন্ত্রী।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহম্মেদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন,  খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোন্দকার আতিয়ার রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক মুঃ শুকুর আলী, সাইলোর চলাচল সংরক্ষকণ বিভাগের পরিচালক মো. তোফাজ্জেল হোসেন, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজি নুরুল ইসলাম, বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন প্রমুখ।

এর আগে দুপুরে খাদ্যমন্ত্রী মংলার জয়মনিরঘোল এলাকায় প্রায় ৫শ ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাধীন ৫০ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন সাইলো (খাদ্য গুদাম) নির্মাণ কাজের অগ্রগতি পরির্দশন করেন।

১৬ ফেব্রুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক, 
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক