প্রচ্ছদ / খবর / পবিত্রতা রক্ষার উদ্যোগ নেই চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের

পবিত্রতা রক্ষার উদ্যোগ নেই চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের

পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষার উদ্যোগ নেই বাগেরহাটের চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটির। দু’এক দিন বাদে সারা বছরই নানা ভাবে চলে এখানে কদাচার।

BagerhatPhoto-01(18-02-2014)২১ শে ফেব্রুয়ারীসহ বছরে দু’একটি শহীদ মিনার চত্ত্বরটি পরিস্কার করা হলেও বাকী সময় থাকে ময়লা-আবর্জনায় ঢাকা থাকে।

এলাকাবাসি জানান, শহীদ মিনার ও চত্ত্বরটি সারা বছরই থাকে ময়লা-আবর্জনায় ঢাকা নোংরা পরিস্থিতিতে। এছাড়া ছাগল পালনের জন্য অনেকে শহীদ মিনার চত্বর ব্যবহার করায় এর পরিচ্ছন্নতা দারুণভাবে নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল জনান, শহীদ মিনারের পরিচ্ছন্নতা রক্ষার জন্য বাউন্ডারি দেওয়াল দেওয়া হয়েছে। তারপরও অনেকে ইচ্ছা স্বাধীন ময়লা-আবর্জনা ফেলে যায়।

বিষয়টি বিভিন্ন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানানো হয়েছে বলেও জানান তিনি।

১৮ ফেব্রুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক, 
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক