এ এক ভুল-ভালোবাসা

L O V Eআমি তাকে বার বার করে বলেছিলাম,
‘যদি একা একা ভয় পাও তবে আমার কাছে চলে এসো’ ।
তোমার জন্য বিছানার এক পাশ খালি রাখবো,
নরম বালিশ টি ও পেতে রাখবো তোমার জন্য ।
সে আসেনি !

একবার ভুল করে তোমার হাত
খানি ধরেছিলাম,
তুমি না বলেই চলে গেলে ঘরের ভেতরে ।
দেখলাম বারান্দার লজ্জাবতি গাছ গুলি ও আমায় দেখে বুজে গেল ।
বুঝলাম এ আমার চরম ভুল, ক্ষমা চাইলাম হাটুগেরে,
ক্ষমা করোনি !

মনে আছে তোমার ?
একদিন রাস্তা দিয়ে হাটঁতে হাটঁতে,
তোমাকে পরিচয় করিয়ে ছিলাম আমার সহপাঠি জেরিনের সাথে ।
তোমার সামনে ওকে বলেছিলাম, ‘বিয়ের পর তুই অনেক সুন্দরি হয়েছিস রে’ !
কথা টা তুমি শুনে হাসলে, ঠিক যেন রহস্যময়ী ‘মোনালীসার’ মতো ।
তারপর আর হাসোনি !

তোমাকে বরাবর ই আমার চিনতে কষ্ট হত, আজও হয় বৈ কি ।
তুমি চাঁদকে বন্ধু করে, তার ওপর
ডেলে দিতে হিংসার কায়া,
ফুল কে তোমার নরম অঙ্গুরি ছুঁইয়ে,
পরমুহুর্তে তাতে দিতে থুতু ।
আমার ভালোবাসা কে হাসি মুখে গ্রহন করে,
মনে মনে তাকে পিশতে জুতোর নিচে ।

জানিনা ! তোমার এ ভুল হয়ত কোনদিন সুধরাবে কি না ।
কারন,গাছ থেকে ফুল ছিড়ে তার উপর অনুতপ্ত হওয়া যেমন বড়ই বেমানান ।
তেমনি ভুল কে ভুলে যাওয়া তোমার জন্য ও অপেক্ষ্যমান !
আমি চাই তুমি সুধরাও,
আর সুধরাক, তোমার-আমার এ ভুল ভালোবাসা ।
>Sadhin Rahman

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !