প্রচ্ছদ / খবর / মংলায় শুরু হল ৩ দিনব্যাপী গ্রামীণ জীবনযাত্রা মেলা ১৪২০

মংলায় শুরু হল ৩ দিনব্যাপী গ্রামীণ জীবনযাত্রা মেলা ১৪২০

টেকসই গ্রামীণ উন্নয়নের জন্য সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচী বাস্তবায়নের জন্য জনমত গঠন, প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতে সহায়তা, কৃষকদের সঙ্গে সেবাপ্রদাণকারীদের যোগাযোগ গড়ে তোলা, কৃষিতে গ্রামীণ নারীদের ভূমিকা তুলে ধরা এবং জলবায়ু অভিযোজনে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার উদ্দেশ্যে মংলায় শুরু হল গ্রামীণ জীবনযাত্রা মেলাBagerhatNews22.04.13(4)

মংলার মিঠাখালী ফুটবল মাঠে শুরু হওয়া তিন দিন ব্যাপী এ গ্রামীণ জীবনযাত্রা মেলা শেষ হবে ২৪ এপ্রিল বুধবার। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।

মেলায় থাকছে কৃষি শুনানী, আলোচনা সভা, অভিযোজন সভা, জারিগান, নাটক, আবৃত্তি, বাউল গান, গ্রামীণ খেলাধূলা, বীজ-সার প্রদর্শনী, কৃষি প্রযুক্তি প্রদর্শনী, কৃষি উপকরন, কুটির শিল্প স্টল, শাক সবজি বিক্রয় ও খাদ্য উৎসব।

সোমবার বিকেলে ৩দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনির উল গিয়াস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম কায়েস ও মিঠেখালী ইউপি চেয়ারম্যান আজাহার গাজী।

গ্রামীণ মেলা কমিটির আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিউম্যানিটি ওয়াচ’র প্রতিনিধি শরিফুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লবনাক্ততা এবং চিংড়ি ঘেরের কবল থেকে কৃষি ও পরিবেশ রক্ষা করতে হবে। লবণাক্ততা, ঘনঘন দুর্যোগ, জলাবদ্ধতাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষির প্রচুর সমস্যা থাকলেও কৃষি ও মাছচাষে অনেক সম্ভাবনাও রয়েছে। বক্তারা বলেন, বাগেরহাট জেলা এখনও খাদ্য উৎপাদনে ঘাটতিতে রয়েছে। এ অঞ্চলের ঊর্বর ভূমি ও বৃষ্টিপাতকে কাজে লাগাতে পারলে এ অঞ্চল খাদ্যে উদ্বৃত্ত অঞ্চলে পরিণত হতে পারে।

হিউম্যানিটিওয়াচ, মংলা উপজেলা পরিষদ ও উত্তরণ এর পক্ষ থেকে এ গ্রামীণ জীবনযাত্রা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় অর্ধশত স্টলে গ্রামবাংলার ঐহিত্যবাহী বিভিন্ন পণ্যের পসরা বসেছে।

এছাড়া প্রতিদিন বিকেলে হাডুডু, লাঠিখেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে ব্যতিক্রম এ মেলায়।

২৩-০৪-২০১৩ :: আবু হোসাইন সুমনের সহায়তায় ইনজামামুল হক
নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক