প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ১৯ জানুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ১৯ জানুয়ারী ২০১৪

১৯ জানুয়ারী রবিবার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। আবশ্যক

সরকারি বিধিমোতাবেক সোনাতুনিয়া এ.কে নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডাক: সোনাতুনিয়া, রামপাল, বাগেরহাট-এর প্যাটার্নভুক্ত শূন্যপদে একজন করে সহকারী শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান), সহকারী শিক্ষক (কৃষি) আবশ্যক। ৫০০/- টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করুণ।

প্রধান শিক্ষক

০১৭২৪-৮৪৯৫৪৯

২। আবশ্যক

সরকারী বিধি মোতাবেক সীমা স্মৃতি মাধ্যমিক বিদ্যাপীঠ, ডাকঘর-কৈয়া বাজার, উপজেলা-ডুমুরিয়া, জেলা-খুলনা এর শূন্য পদে প্রধান শিক্ষক ১ জন, ১ জন করে সহকারী শিক্ষক (বিজ্ঞান, হিন্দুধর্ম, কৃষি শিক্ষিকা ও শরীর চর্চা) এবং অফিস সহকারী ১ জন ও আয়া ১ জন আবশ্যক। প্রধান শিক্ষক পদে ৪০০/-, সহকারী শিক্ষক পদে ৩০০/- ও অন্যান্য পদে ২০০/- টাকার পোস্টাল অর্ডার/ নগদসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন পৌছাতে হবে।

৩। আবশ্যক

সরকারী বিধি মোতাবেক সীমা স্মৃতি মাধ্যমিক বিদ্যাপীঠ, ডাকঘর-কৈয়া বাজার, উপজেলা-ডুমুরিয়া, জেলা-খুলনা এর সৃষ্ঠপদে সহকারী শিক্ষক বিএসসি (গণিত)-জন, সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান-২ জন, সহকারী শিক্ষক (কম্পিউটার)-১ জন ও নাইট গার্ড ১ জন আবশ্যক। সহকারী শিক্ষক পদে ৩০০/- ও অন্যপদে ২০০/- টাকা পোস্টাল অর্ডার/ নগদসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন পৌছাতে হবে।

৪। বিক্রয় প্রতিনিধি নিয়োগ

আকর্ষণীয় কমিশনে কিছু সংখ্যক মহিলা/ পুরুষ খুলনা শহরের জন্য নিয়োগ দেওয়া হবে।

জরুরী ভিত্তিতে যোগাযোগ করুন:

মোবা-০১৯২০-৪৯২৯৭৪, ০১৭৬২-৬২৪৪৫২

৫। নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী বিধি মোতাবেক দিগরাজ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাক-দিগরাজ, মোংলা, জেলা-বাগেরহাট এ শূন্যপদে একজন করে ইবতেদায়ী প্রধান এবং সৃষ্টপদে সহকারী শিক্ষক (কম্পিউটার) আবশ্যক। প্রার্থীদের আগামী ০২/২/২০১৪ তারিখের মধ্যে ৩০০/- টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডারসহ আবেদন করিতে হইবে।

সুপার

মোবাইল নং-01720-296557

৬। নিয়োগ বিজ্ঞপ্তি

নড়াইল পুলিশ লাইনস স্কুলে একজন বি.এস.সি/ এম.এস.সি সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীকে আগামী ২৮/১/২৪ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় আবেদনপত্র, এক কপি পিপি সাইজ ছবি, জীবনবৃত্তান্ত ও মূল সনদপত্রাদীসহ ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) নিয়ে সড়াইল পুলিশ সুপারের কার্যালয়, নড়াইল নিম্ন স্বাক্ষরকারীর নিকট হাজির হওয়ার জন্য অনুরোধ করা হল। উপস্থিত প্রার্থীদেরকে একই দিনে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

(মো: মনির হোসেন)

পুলিশ সুপার, নড়াইল

সভাপতি

পুলিশ লাইনস স্কুল, নড়াইল

ফ্যাক্স নং-০৪৮১৬২৩৬৮।

ফোন নং-০৪৮১৬২৪১২।

৭। নিয়োগ বিজ্ঞপ্তি

শিশু নিলয় ফাউন্ডেশন, ২২/এ মুজিব সড়ক, যশোর-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকের কাছ থেকে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নাগরিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং যোগাযোগের (ফোন বা মোবাইল) নম্বরসহ উল্লেখিত ঠিকানায় নির্বাহী পরিচালকের বরাবর আগামী ০২/০২/১৪ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে আবেদন পৌছাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্টক্ষরে উল্লেখ করতে হবে। প্রার্থীদের যোগাযোগের জন্য আবেদনপত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও স্থান মোবাইলে জানানো হবে। নির্বাচিতদেরকে যশোর ও ঝিনাইদহ জেলা অধীন বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে কাজ ও অবস্থান করার মানসিকতা থাকতে হবে।

১. সহকারী পরিচালক (মাইক্যোফাইন্যান্স) (পুরুষ)-বেতন মাসিক ১৯৯০০/-

বয়স সর্বোচ্চ ৪০ বছর, যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে তবে বানিজ্য বিভাগের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে ৬টি শাখা পরিচালনার ৩ বছরের অভিজ্ঞতাসহ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাট পর্যায়ের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সম্ভবনা ও সমস্যাকে চিহ্নিত করে কার্যক্রমকে সুদৃঢ় করা। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

২। সিনিয়র শাখা ব্যবস্থাপক (পুরুষ)-বেতন মাসিক ১৫১০০/-

বয়স সর্বোচ্চ ৩৮ বছর, যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে তবে বানিজ্য বিভাগের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। কোন স্বীকৃত এনজিওতে পিকেএসএফ এর ফান্ডে পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনায় নূন্যতম ৩ বছরের শাখা ব্যবস্থাপক হিসাবে অভিজ্ঞতা  থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

৩। অডিট অফিসার (পুরুষ)-বেতন মাসিক ১৩৪২০/- টাকা।

বয়স সর্বোচ্চ ৩৫ বছর, বানিজ্যে স্নাতক। কম্পিউটার চালনায় দক্ষ ও অডিটর হিসেবে কোন স্বীকৃত এনজিওতে পিকেএসএফ অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৪।প্রোগ্রাম অফিসার (সোস্যাল) (মহিলা) Food Security 2012, Bangladesh-Ujjibito প্রকল্প বয়স সর্বোচ্চ ৩৫ বছর, বেতন মাসিক সর্বসাকুল্যে ১০৫০০/- টাকা। (২টি উৎসব বোনাস প্রাপ্ত হবেন) ৩ বছর মেয়াদী মেডিকেল এসিসট্যান্ট সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা (MATS সরকারী) অথবা ১৮ মাস মেয়াদী Family (সরকারী/ বেসরকারী) অথবা ১ বছর মেয়াদী প্যারামেডিক কোর্স সম্পন্ন করা (গণস্বাস্থ্য কেন্দ্র)। স্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বাইসাইকেল চালনায় আগ্রহী হতে হবে। পুষ্টি, স্বাস্থ্য ও সচেতনতামূলক কাযৃক্রম পরিচালনায় মানসিকতা থাকতে হবে।

উল্লেখ্য যে, উক্ত ১, ২ ও ৩ নং পদের কর্মজীবীগণ প্রতি কর্মদিবসে ৪০/- ল্যান্সভাতা, মোবাইল বিল, ২ টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি এবং চাকুরী বিধিমাল্য অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। নিয়োগের সময় জামানত হিসাবে সিনিয়র শাখা ব্যবস্থাপক ১০০০০/- টাকা এবং প্রোগ্রাম অফিসার (সোস্যাল) ৫০০০/- টাকা (ফেরতযোগ্য) জমা দিতে হবে। মূল সার্টিফিকেট প্রতিষ্ঠানে জন্য রাখতে হবে। উল্লেখিত পদের জন্য আবেদনপত্রের সাথে শিশু নিলয় ফাউন্ডেশন, যশোর এর অনুকূলে ১০০/- টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার/ ব্যাংক ড্রাফট প্রদান করতে হবে। কোন কারণ উল্লেখ না করে নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করেন।

নাছিমা বেগম, নির্বাহী পরিচালক

About Bagerhat Info Jobs