প্রচ্ছদ / আরও... / জীবনযাপন / স্বাস্থ্য / কোমল পানীয়ে দাঁতের ক্ষয়!

কোমল পানীয়ে দাঁতের ক্ষয়!

Soft-drink-1 দাতের ক্ষয়কোমল পানীয় হলেও তা দাঁতের ক্ষয়সহ বিভিন্ন রকম ক্ষতির কারণ হতে পারে।সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল চিকিৎসক গবেষণা করে এধরনের তথ্য দিয়েছেন।

মিষ্টি পানীয় বিশেষকরে কোমল পানীয় সেবনকারী শিশুদের ওপর তারা গবেষণাটি চালিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলিয়াড’র স্কুল অব ডেন্টিস্ট্রি’র১৬ হাজার আটশ’ শিশুর শিক্ষার্থীরা উপর গবেষণা চালান। অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টারের গবেষক আমফিল্ড এই ফলাফল প্রকাশ করে।

তিনি বলেন, এসব মিষ্টি পানীয় বিশেষ করে কোমল পানীয় (সফট ড্রিংকস) শিশু ও বয়স্কদের দাঁতে রোগের সৃষ্টি করে। গবেষণার তথ্য-উপাত্তে দেখা যায়, কোমল ও মিষ্টি পানীয়ের অতি অম্লতা চিনির মতই দাঁতে ক্ষয় সাধন করে, এতে দাঁতের ক্ষয় হয়।

জরিপে আরো দেখা যায়- কোমল পানীয়ের পরিবর্তে ফ্লোরিডেটেড পানির ব্যবহারের ফলে দাঁতের ক্ষয় হ্রাস পায়। আর ফলে দাঁতের সুস্থ্যতার জন্য এধরনের পানি খুবই প্রয়োজনীয়।

গবেষকদের মতে, জরিপের ফলাফল অনুযাই আমাদের বিশেষত শিশুদের কোমল পানীয় খাওয়ানোর থেকে বিরত থাকা উৎচিত।

About S. Haque

সপ্নের বিশালতার মাঝে আতি নগন্য আমি। তবুও হারাতে চাই নিজেকে দুর আজানায়... জানি হারিয়ে যব এক দিন। হয়ত হারিয়ে যাব.. হারিয়ে যাব.. ___ তাই আজ পালিয়ে বেড়াই

একটি মন্তব্য

  1. shudhu dat na harer o khoy sadhone komol panior joteshtho vhumika royeche…