প্রচ্ছদ / খবর / বাগেরহাটে শিলা বৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

বাগেরহাটে শিলা বৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

Bagerhat-Rain-Pic-02-04-14চৈত্রের প্রচণ্ড তাপের মাঝে বুধবার দু’দফা আকস্মিক শিলা বৃষ্টি হয়েছে বাগেরহাটে। এসময় প্রচুর শীলা খণ্ডে শহরের রাস্তা-ঘাট ও সবুজ ঘাসের মাঠ কিছুক্ষণের জন্য সাদা হয়ে যায়।

তবে প্রচন্ড গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি হলেও একই সময় বৃষ্টির সাথে শিলার কারণে আমের বউল, তরমুজ এবং বোরো ধানের ক্ষতির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।

বুধবার বিকালে এবং সন্ধায় দু’দফায় প্রবল বর্ষণের মধ্যে বিকালের আধা ঘণ্টাব্যাপী স্থায়ী বৃষ্টিতে প্রচুর শীলা খণ্ড পড়ে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুধেন্দু শেখর মালাকার জানান, আম গাছে এখন নতুন গুটি ধরেছে ও ক্ষেতের তরমুজ বড় হয়েছে।

প্রবল বর্ষণের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় তরমুজ ও আমের ফলনের ক্ষতির আশঙ্কা করেন তিনি।

Bagerhat-Rain-Pic-03(02-04-2014)এ ব্যাপারে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার জানান, শিলা বৃষ্টির কারণে বোরো ধানেরও কিছুটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কত হেক্টর জমির ফসলের ক্ষতি হতে পারে তা তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেননি।

বিকালে স্কুল ছুটির মুহূর্তে এ শিলা বৃষ্টি হওয়ায় শিশু-কিশোর শিক্ষার্থীরা সব ভুলে গিয়ে শিলা কুড়াতে শুরু করে। বৃষ্টির সময় শিশু-কিশোরসহ শহরের বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতেও অনেক মানুষকে ভিজে শিলা কুড়াতে দেখা যায়।

০২ এপ্রিল ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক