প্রচ্ছদ / আরও... / বাগেরহাটে সামছউদ্দীন-নাহর ট্রাস্টের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্পেইন

বাগেরহাটে সামছউদ্দীন-নাহর ট্রাস্টের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্পেইন

বাগেরহাটে সামছউদ্দীন-নাহর ট্রাস্ট – এর উদ্যোগে সদর উপজেলার বেমরতা ইউনিয়নে দিন ব্যাপি স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেমরতা ইউনিয়নের দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে রোগী দেখা, ব্লাড গ্রুপিং, হেপাটাইটিস-বি পরীক্ষা, গ্রেগনেন্সি টেস্ট, ডায়াবেটিকস টেস্ট, প্রেসার মাপা, ওজন মাপা সহ প্রদশর্ণী স্টলে পরিবার পরিকল্পনা, কৃমি, বিশুদ্ধ পানি, কৈশোর স্বাস্থ্য সেবা, বাল্য বিবাহসহ বিভিন্ন বিষয়ের উপর প্রদশর্ণী করা হয়।

ক্যাম্প চলাকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং, সরকারের ক্ষুদে ডাক্তার কার্যক্রমের সদস্যদের কুইজ প্রতিযোগিতা করা হয়। ট্রাস্টের স্বাস্থ্য বিভাগের দত্তকাঠী গ্রামের ২৭০টি পরিবারের ২৭০ জন মহিলা সদস্যদের নিয়ে কুইজ প্রতিযোগিতা করা হয়।

বিকালে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মো: মোস্তাফিজুর রহমান। তিনি কার্যক্রম প্রদর্শন করেন এবং উপস্থিত সকলের জন্য স্বাস্থ্য বিষয়ক মূল্যবান পরামর্শ প্রদাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম, ইলিয়াছ মাহমুদ।

সামছউদ্দীন-নাহার ট্রাস্টের চীফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- বৈটপুর এম.ইউ. মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক শীতল চন্দ্র সাহা, উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের ইংরেজি শিক্ষ মতিয়ার রহমান, শিক্ষক ও ট্রাস্টের উপদেষ্টা শেখ আব্দুর ছত্তার, ম্যানেজমেন্ট সদস্য তাছফিয়া জাহান দীপা, প্রতিষ্ঠানের মেডিকেল সহকারী রেহেনা পারভীন প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের হিসাব রক্ষক শাহানাজ আক্তার নীপা।

১৩ নভেম্বর ২০১৪ :: উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসএম/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক