প্রচ্ছদ / খবর / কবি মোহম্মদ রফিকের মা রেশাতুন্নাহার আর নেই

কবি মোহম্মদ রফিকের মা রেশাতুন্নাহার আর নেই

মঙ্গলবার সকাল ৬ টায় বরিশালে তার বড় মেয়ে ডা. সেলিনা পারভীনের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

শিক্ষাবিদ সামছউদ্দিন আহমদের সহধর্মিনী এবং ‘সামছউদ্দিন-নাহার’ ট্রাস্টের চেয়ারপরসন ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

‘সামছউদ্দিন-নাহার’ ট্রাস্টের চীফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জী বাগেরহাট ইনফে ডটকমকে জানান, মঙ্গলবার বাদ আসর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর গ্রামে সামছউদ্দিন-নাহার ট্রাস্ট মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রয়াত রেশাতুন্নাহারের সন্তানরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে খ্যাতিমান।

রত্নগর্ভা এই মায়ের সন্তানরা হলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব ড. মোহম্মদ তারেক, জাহগাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক কবি মোহাম্মদ রফিক, যুক্তরাষ্টের ফুয়েল সেল এনার্জী কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ফারুক, বিএডিসির সাবেক প্রকৌশলী মোহাম্মদ শফিক, বরিশাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সেলিনা পারভীন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর সবিতা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহম্মদ নাসের ও আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাকিব।

২৭ জানুয়ারি ২০১৫ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক