প্রচ্ছদ / খবর / বাগেরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ১

বাগেরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ১

বাগেরহাটে শহীদুল ইসলাম খান (৩৫) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

Kupia-ahotoবুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট পৌর শহরের মুনিগঞ্জ খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শহীদুল ইসলাম বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি বাগেরহাট সদরের চরগ্রাম এলাকার মৃত হাসেম খানের ছেলে।

ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শহীদুল তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মুনিগঞ্জ ঘাটে আসে। এ সময় মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে রনি ওরফে জাকারিয়া নামে এক ব্যক্তি চাপাতি দিয়ে শহীদুলের মুখে কোপ দেয়। এতে শহীদুল চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বাগেহরাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আহত অবস্থায় শহীদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সময় শহীদুলের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে হামলাকারী রনিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে, অন্যরা পালিয়ে যায়।

রনিকে পুলিশ প্রহরায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার বেমরতা বৈটপুর এলাকার মোশারেফ হাওলাদারের ছেলে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক রনির কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।

০৪ ফেব্রুয়ারি ২০১৫ :: উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক