প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ: ১০ লাখ টাকার ক্ষতি

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ: ১০ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পূর্ব সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘের মালিক পুলিশের সাবেক পরিদর্শক আব্দুল জব্বার হাওলাদার এবং স্থানীয় হেমায়েত হোসেন হাওলাদার ও মইনুদ্দিন হাওলাদারের অভিয়োগ, পার্শ্ববর্তী একটি ঘের নিয়ে বিরোধের কারনে শত্রুপক্ষ পরিকল্পিতভাবে তাদের ঘেরটিতে বিষ প্রয়োগ করেছে।

বিষের কারণে ৪ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ি ও বিভিন্ন জাতের সাদা মাছ মাত্র কয়েক ঘন্টায় মরে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘের মালিকদের।

আব্দুল জব্বার হাওলাদার বলেন, ঘের থেকে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। শাপ, ব্যাঙসহ পানিতে থাকা সব ধরণের মাছ মরে ভেষে উঠেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ঘেরে বিষ প্রয়োগের বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

৩১ জানুয়ারি :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
মাসুম/এসআই/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ