প্রচ্ছদ / কচিকাঁচা / বাগেরহাটের ৩ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

বাগেরহাটের ৩ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

কচিকাঁচা ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-child-marriage-ballo-biya-pic-02-11-2016বাগেরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে ষাটগম্বুজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস উপজেলার ষাটগম্বুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানে তিন ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও গ্রামবাসী বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে শপথ নেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের অনেক ধরনের সমস্যা হয়। এখন থেকে আমরা সবাই আরও সচেতন হবো এবং অন্যদের অন্যদেরও সচেতন করবো।

‘আমাদের কোনো বন্ধু-সহপাঠীর জীবন নষ্ট হোক তা আমরা চাই না। তাই কোথাও বাল্যবিয়ের খবর পেলে শিক্ষক ও প্রশাসনের সহায়তা নিয়ে তা বন্ধ করবো।’

bagerhat-child-marriage-ballo-biya-pic-202-11-2016বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, ষাটগম্বুজ ইউপির চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপির চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওছার পারভিন, নারী নেত্রী রিজিয়া পারভিন প্রমুখ।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, সরকারের ভিশন ২০২১ -কে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আজ এই তিন ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করলাম; কেবল ঘোষণা নয় সকলকে সচেতন করার পাশাপাশি অপ্রাপ্ত বয়সে বিয়ে রোধে প্রয়োজনে শক্ত আইনী পদক্ষেপ নেওয়া হবে।

‘শুধু তিন ইউনিয়নকে নয়, পর্যায়ক্রমে পুরো বাগেরহাট জেলাকেই বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে।’

এএইচ/এসআই/বিআই/০৩ নভেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ