প্রচ্ছদ / খবর / রেলপথ নির্মাণে অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক বিতরণ

রেলপথ নির্মাণে অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

খুলনা-মংলা রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা হস্তান্তর করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, স্থানীয় সরকার বিভাগের উপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে জেলার ফকিরহাট ও রামপাল উপজেলার ৩৬জন ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ২ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে এ রেলপথ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত সকল জমির মালিকদেরই ক্ষতিপুরণের চেক হস্তান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসে।

এইচ/এসআই/বিআই/১১ জানুয়ারি, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ