প্রচ্ছদ / খবর / লোকালয় আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

লোকালয় আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা দলছুট একটি চিত্রল হরিণকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী এলাকায় হরিণটি অবমুক্ত করা হয়।

এর আগে দুপুরে বন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামে হরিণটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয় এলাকাবাসী। পরে সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মীরা হরিণটিকে উদ্ধার করে।

সাউথখালী ইউপি সদস্য জাকির হাওলাদার বলেন, সোমবার রাতের কোনো একসময় নদী সাতরে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে হরিণটি। নদী তীরের দক্ষিণ সাউথখালী গ্রামের জহির খানের একটি পরিত্যাক্ত ঘরে দুপুরে স্থানীয়রা হরিণটিকে দেখতে পেয়ে পূর্ব সুন্দরবনের বগী ফরেষ্ট স্টেশনের বনকর্মীদের খবর দেয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধারের পর বিকালে সুন্দরবনের ১নম্বর কম্পার্টমেন্টের বগী স্টেশন এলাকায় অবমুক্ত করা হয়েছে।

এইচ/এসআই/বিআই/৪ এপ্রিল, ২০১৭

About ইনফো ডেস্ক