প্রচ্ছদ / খবর / ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

সেবা প্রদানের নামে প্রতারণার দায়ে বাগেরহাটের ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ মে) দুপুরে শহরের পুরতন বাজার এলাকার ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহরিয়ার মুক্তার জানান, নগরিক অভিযোগের প্রেক্ষিতে শহরের ওই ডায়াগনষ্টিক সেন্টার অভিযান চালানো হয়। এসময় সেখানে কর্মরত ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্টরা কোন বৈধ কাগজ পত্র বা সনদপত্র দেখাতে পারেন নি।

পরে অদক্ষ ও সনদহীন প্যাথলজিস্টের মাধ্যমে রোগ নির্ণয় ও গ্রাহককে প্রতিশ্রুত সেবা প্রদানে ব্যার্থ হওয়ায় ভোক্তা অধিকার আইনে ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতি ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এক যুবকের রক্ত পরীক্ষা করে ভুল রিপোর্ট দেওয়ার একটি খবর ফেসবুকে ভাইরাল হয়।

এইচ//এসআই/বিআই/০২ মে, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ