প্রচ্ছদ / আরও... / গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলার কচুয়া এবং চিতলমারী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে আয়োজিত এ কর্মশালা বৃহস্পতিবার (১৫ জুন) শেষ হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় শহরের ধানসিঁড়ি হোটেরের সম্মেলন কক্ষে ১১ থেকে ১৫ জুন অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ে ধারণা দেওযা হয়।

প্রকল্পভূক্ত ইউপি’র সচিব ও গ্রাম আদালত সহকারীদের এ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি এতে সহায়তা করছে।

গ্রাম আদালত আইন, ২০০৬ (সংশোধন, ২০১৩) এবং গ্রাম আদালত বিধিমালা, ২০১৬ অনুযায়ী অনধিক ৭৫ হাজার টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি যাবে। গ্রাম আদালত কার্যকর হলে গ্রামের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী অল্প খরচে, অল্প সময়ে হয়রানি মুক্ত হয়ে স্থানীয়ভাবে ন্যায় বিচার পাবে।

বর্তমানে বাগেরহাটের ৬টি উপজেলার (চিতলমারী, ফকিরহাট, কচুয়া, মোংলা, রামপাল ও শরণখোলা) ৪২টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় কার্যক্রম চলছে।

বিজ্ঞপ্তি//এসআই/বিআই/১৫ জুন, ২০১৭

About ইনফো ডেস্ক