প্রচ্ছদ / খবর / পানগুছি নদীতে বার্জের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

পানগুছি নদীতে বার্জের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে বার্জের ধাক্কায় মাছ ধরা একটি নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম আইয়ুব আলী নিকারী (৭০)। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নাটাইখালী গ্রামে।

কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. ফরিদ আহমদ বলেন, ‘মংলা বন্দর থেকে বৈদ্যতিক সরঞ্জাম নিয়ে একটি বর্জ (নৌ-পথে পণ্য পরিবহন করতে ব্যবহৃত পল্টুুন আকৃতির জলযান) চাঁদপুর যাচ্ছিল। বার্জটি মোরেলগঞ্জ কুঠিবাড়ি (মোরেল কুুঠি) সংলগ্ন পানগুছি নদী দিয়ে যাবার সময়ে একটি মাছ ধারা নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকটি দুই জেলেকে নিয়ে ডুবে যায়।’

পরে স্থানীয়দের সহায়তায় কোস্টগার্ড নিখোঁজ এক জেলেকে উদ্ধার করলে। তবে ওই নৌকায় থাকা অপর জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলে মো. হাবিবুর রহমান (৬৫) নিখোঁজ আইয়ুব আলীর ছোট ভাই। তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ আইয়ুব আলীর সন্ধানে কোস্টগার্ডের পাশাপাশি বিকাল থেকে তার স্বজনেরা ট্রলার নিয়ে নদীতে খোঁজ করছেন।

ফরিদ আহমেদ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ডুবে যাওয়া মাছ ধারা নৌকা ও জাল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ‘আল হেরাত’ নামে একটি টাগবোট (সাহায্যকারী জলযান) বার্জিটিকে টেনে নিয়ে যাচ্ছিল।

নৌ-ট্রাক ও তার চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান মোরেলগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) তারক বিশ্বাস।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুফতি কামাল হোসেন বলেন, ‘চিকিৎসাধীন হাবিবুর রহমান বর্তমানে আশংকামুক্ত। তার ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এইচ//এসআই/বিআই/১৫ আগস্ট, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ