প্রচ্ছদ / খবর / আগুনে পুড়েছে তুলার গুদামসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠান

আগুনে পুড়েছে তুলার গুদামসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠান

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের একটি বাজারে অগ্নিকাণ্ডে তুলার দুটি গুদাম ঘর ও একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয় সংলগ্ন ওই দোকান ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জ কার্যালয়ের দুটি এবং বাগেরহাটের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগগুলো হলো, লেপ তোষক ব্যবসায়ী কুদ্দুস তালুকদার ও কামাল খলিফার তুলার দুটি গুদাম এবং মুসা হাওলাদারের ফার্নিচারের দোকান। ওই তিন ব্যবসায়ী স্থানীয় রেজাউল করিম খানেরর ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের সকল মালামাল পুড়ে গেছে। এতে তাদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের।

খবর পেয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও ওসি কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএনও মো. কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত দোকান ঘর মালিককে তিন বান্ডিল ঢেউ টিন ও ৯ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এমআর/এসআই/বিআই/২৩ অক্টোবর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ