প্রচ্ছদ / খবর / শরণখোলায় নকল ওষুধ মজুদকারীর অর্থদণ্ড

শরণখোলায় নকল ওষুধ মজুদকারীর অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে শরণখোলা উপজেলায় নকল ওষুধ মজুদ ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার খাদা গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন ওই অর্থদণ্ড দেন। এ সময় বিপুল নকল ওষুধ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত নবী হোসেন খাদা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে নকল ওষুধ মজুদ করে গোপনে তা বিক্রির অভিযোগ তাঁর বিরুদ্ধে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার খাদা গ্রামের নবী হোসেনের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে বিভিন্ন কোম্পানীর নকল ওষুধ জব্দ করা হয়।

পরে ওই নকল ঔষধ বাজারজাত করার অভিযোগে নবী হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

দণ্ডপ্রাপ্ত নবীর দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নকল ওষুধ মজুদ রেখে গোপনে স্থানীয় বিভিন্ন ফার্মেসী ও মুদি দোকানে বিক্রি করত বলে অভিযোগ ছিল।

এমএ/এসআই/বিআই/২৩ অক্টোবর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ