প্রচ্ছদ / খবর / ধান কাটতে এসে প্রাণ গেল সড়কে

ধান কাটতে এসে প্রাণ গেল সড়কে

উপজেলা প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের চিতলমারীতে ধান কাটতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সুনীল মন্ডল (৪৫) নামের এক ব্যাক্তির।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে চিতলমারী সদর ইউনিয়নের আড়ুলিয়া গ্রামের নরেশ গোসাইয়ের বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হন সুনীল মন্ডলের সঙ্গী সুবল ব্যাপারী (৩৮)। মারাত্মক জখম সুবলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সুনীল খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের ভজনখালী গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে। আহত সুবল ব্যাপারী একই এলাকার সঞ্জীত ব্যাপারীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, তারা দুজন ধান কাটার জন্য দাকোপের বাজুয়া ইউনিয়নের ভজনখালী গ্রাম থেকে চিতলমারী সদর ইউনিয়নের সুড়িগাতী গ্রামের খোকন মন্ডলের বাড়িতে আসছিল। পথিমধ্যে তাদের বাহন ধান কাটা ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে আড়ুলিয়া গ্রামের নরেশ গোসাইয়ের বাড়ির সামনের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সুনীল মন্ডল নিহত হন। তাঁর সঙ্গী সুবল ব্যাপারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়া। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এসআই/আইএইচ/বিআই/২৭ এপ্রিল, ২০২০

About বাগেরহাট ইনফো নিউজ