প্রচ্ছদ / খবর / করোনা: ছাত্রলীগ সভাপতিসহ বাগেরহাটে আরও ৭ জন আক্রান্ত

করোনা: ছাত্রলীগ সভাপতিসহ বাগেরহাটে আরও ৭ জন আক্রান্ত

শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। সংক্রমিতদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতিও রয়েছেন।

এ নিয়ে সোমবার (২৯ জুন) সকাল পর্যন্ত বাগেরহাট জেলায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯৪।

বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সুব্রত দাস সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২৮ জুন) যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনসহ ওই ৭ জনের প্রতিবেদন করোনা ‘পজিটিভ’ এসেছে। গত ২৫ জুন তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠানো হয়েছিল।

প্রশাসনের লোকজন সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে এই সাতজনের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করে। এসব বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। অবশ্য, তাঁদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় ও শারীরিক অবস্থা ভালো থাকায় বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাগেরহাট জেলায় করোনা ‘পজিটিভ’ হওয়া ১৯৪ জনের মধ্যে এ পর্যন্ত ৭১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪ জন।

এজি/আইএইচ/বিআই/১৩ জুন, ২০২০

About বাগেরহাট ইনফো নিউজ