প্রচ্ছদ / খবর / বাগেরহাট জামায়াতের জেলা আমীরসহ ৩ নেতা জেলহাজতে

বাগেরহাট জামায়াতের জেলা আমীরসহ ৩ নেতা জেলহাজতে

বাগেরহাট জামায়াতের জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানসহ তিন জামায়াত নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Bagerhat_District_Mapরোববার সন্ধ্যায় তাদের জেলহাজতে পাঠানো হয়।

বাগেরহাটের অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে আত্মসমর্পণ করলে আদালতের বিজ্ঞ বিচারক স্বপন কুমার সরকার তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

জামায়াত নেতারা হলেন- জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, কচুয়া উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন ও কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক মোস্তাজাবুল হক।

গত ২৮ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার শিয়ালকাঠি এলাকায় পুলিশের ওপর হমলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ জামায়াতের অজ্ঞাত ৩০০/৪০০ লোকের নামে একটি মামলা করে। মামলায় জামাযাতের জেলা আমিরসহ ১৮ জন নেতা-কর্মী মহামান্য হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরি ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসাইনের বেঞ্চ থেকে আগাম জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে রোববার তারা অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে আত্মসমার্পণ করে জামিনের মেয়াদ বর্ধিত করণের আবেদন করেন। আদালত ১৫ নেতা কর্মীর জামিন বর্ধিত করলেও ওই তিন নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

১৯.০৫.২০১৩ :: নিউজ এডিটর
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক