প্রচ্ছদ / খবর / ২৫০ শয্যায় উন্নীত হচ্ছে বাগেরহাট সদর হাসপাতাল

২৫০ শয্যায় উন্নীত হচ্ছে বাগেরহাট সদর হাসপাতাল

দীর্ঘ তিন যুগের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বাগেরহাট সদর হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হচ্ছে।

BagerhatNews29.05.13 (2)বুধবার এ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। এসময় তার ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

এর আগে জোট সরকারের আমলে বাগেরহাট সদর হাসপাতাল ৫০ শয্যা থেকে ১শ’ শয্যায় উন্নীত করা হয়।

জেলা প্রশাসক মু. শুকুর আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাগেরহাট দুই সংসদ সদস্য ছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্ল্যা, সিভিল সার্জন ডা. মো. বাকির হোসেন, স্থানীয় সরকার শাখার উপ সচিব সরদার শাহআলম,  গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নিশিত রঞ্জন পাল বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেন, বিএমএ সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ।

জাইকার অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ছয় তলা বিশিষ্ট আধুনিক এ হাসপাতাল নির্মাণ করবে। সকালে এ উপলক্ষে হাসপাতাল চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে হাসপাতাল চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫০ শয্যা হাসপাতালের ভিত্তি প্রস্তুর উদ্ধোধন করা হয়।

২৯-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক