প্রচ্ছদ / খবর / বাগেরহাটে এমপির দুই ভাইয়ের বাড়িতে চুরি

বাগেরহাটে এমপির দুই ভাইয়ের বাড়িতে চুরি

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় সদর আসনের এমপি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশার দুই ভাইয়ের বাড়িতে মঙ্গলবার রাতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

Bagerhat_District_Mapমঙ্গলবার গভীররাতে চোরেরা ওই দুই ভাইয়ের বাড়িতে ঢুকে স্বর্ণলঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাড়ির গৃহপরিচারিকা বিউটিকে আটক করেছে।

এদিকে, বুধবার বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় এমপির দুই ভাই খানজাহান আলী কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ বেতারের বাগেরহাট জেলা প্রতিনিধি মীর জুলফিকার আলী লুলু এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাঈদ ডাবলু, পারভিন বেগম, মনি বেগম ও শিশু নাফিজাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ধারণা তাদের রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল। রাতের খাবার খাওয়ার পর সংঘবদ্ধ চোরেরা ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।

এর আগে গত বছরও ওই একই বাড়িতে চুরি হয়েছিল। বাগেরহাট মডেল থানার মাত্র ২শ’ গজ দুরে অবস্থিত আমলাপাড়া আবাসিক এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন সংঘবদ্ধদের আটক করতে ব্যর্থ হচ্ছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবু জিহাদ ফকরুল আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক গৃহপরিচারিকা বিউটিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২৯-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক