প্রচ্ছদ / খবর / খুলনা-মংলা মহাসড়কে সড়ক দূর্ঘটনা: আহত ৩০, নিহত ১

খুলনা-মংলা মহাসড়কে সড়ক দূর্ঘটনা: আহত ৩০, নিহত ১

খুলনা-মংলা মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্ততঃ ৩০ জন আহত হয়েছে।

BagerhatNews29.05.13 (3)আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪.১৫ সময় ভারি বর্ষণরত অবস্থায় মংলাগামী একটি বাস (চট্র মেট্রো চ-৮৭৮) সড়কের ভট্টবালিয়া ব্রিজের সন্নিকটে পৌছালে বাসের সামনে চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। একই সময় বিপরীত দিক থেকে আসা  পিকআপটি (ঢাকা ন-১৬৩৯) নিয়ন্ত্রহীন বাসের সামনে পড়ে সংঘর্ষ বাধে।

এতে বাসের অন্ততঃ ২৫/৩০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকা জনক।

আহতদের রামপাল, তীলক হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদেও মধ্যে একজনের নিহতের খবর জানা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তা সাংবাদিকদেও জানাতে পারেনি।

এদিকে পিকআপ ও বাসের ড্রাইভারদ্বয়ের অবস্থাও আশংকাজনতা।

প্রাথমিক ভাবে আহতদের মধ্যে স্থানীয়ভাবে রামপাল বাইনতলা ইউ পি মেম্বার ৭নং সৈয়দ শফিউল আলম সাজ্জিদ, বাইনতাল ইউ পি মেম্বার ৯ নং আহম্মদ আলী, ইউ পি মহিলা মেম্বার বেগম নুর নাহার, পিক আপ ড্রাইভার রেজাউল ইসলাম, ফরিদপুরের ইদ্রিস শেখ, বাজুয়ার পুলকেশ বিশ্বাস, বাজুয়ার অমলেশ রপ্তানে পরিচয় পাওয়া গেছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, দুর্ঘটনায় নিহতের কোন সংবাদ তারা পাননি।

রামপাল থানার এসআই তরিকুল ইসলাম জানান, পুলিশ আসার আগেই তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। চুলকাঠি পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা টুআইসি মারুফুল রহমান জানান, আহতের সংখ্যা ২০ জনের মতো। তবে ১০ জনের অবস্থা আশংকা জনক।

২৯-০৫-২০১৩ :: জিএম মিজানুর রহমান,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক