প্রচ্ছদ / খবর / কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ২২তম মৃত্যু বার্ষিকী আজ

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ২২তম মৃত্যু বার্ষিকী আজ

আজ ২১ জুন, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র (১৯৫৬-১৯৯১) ২২তম প্রয়াণ দিবস।

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কবি রুদ্র ছিলেন আমাদের আবহমান অস্তিত্ব সংগ্রামের দহন থেকে উঠে আসা ইতিহাসের মনোনীত এক কণ্ঠস্বর। মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি।

১৯৯১ সালের ২১ জুন ঢাকায় তিনি মৃত্যু বরণ করেন। অকাল প্রয়াত এই কবি তার কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য।

একাত্তর পরবর্তী বাঙালির জাতীয় আকাক্সক্ষার পরাজিত বিক্ষোভগুলি তার কবিতাকে ধারণ করে মূর্ত হয়ে ওঠে। তাই তার কবিতা আর সবার কবিতার থেকে ব্যতিক্রমী। স্বদেশের বিপন্ন সময়ের বিরুদ্ধে তার কবিতায় প্রকাশিত হয়েছে প্রতিরোধের ভাষা।

‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি শতাধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করেছেন ‘ভুল মানুষের কাছে নতজানু নই’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাঁকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এ।

মাত্র ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।

দিনটির স্মরণে রুদ্র স্মৃতি সংসদ, মিঠেখালি কবির গ্রামের বাড়ি মিঠেখালিতে আজ সকালে কবরে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। বিকালে সংসদ কার্যালয়ে কবির স্মরণে আলোচনা ও রুদ্র সংগীত অনুষ্ঠিত হবে।

২১-০৬-২০১৩ :: নিউজ এডিটর, বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

2 মন্তব্য

  1. মল্লিক স্বাধীন রহমান

    he is an excilen poet ever i had seen