প্রচ্ছদ / খবর / রেলওয়ের জায়গা অধিগ্রহনের প্রতিবাদে সভা

রেলওয়ের জায়গা অধিগ্রহনের প্রতিবাদে সভা

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে রেলওয়ের নতুন করে জায়গা অধিগ্রহনের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় চুলকাঠি বাজারস্থ পলাশ কিন্ডার গার্টেনে খানপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আঃ সবুর শেখের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, খুলনা-মংলা মহাসড়কের পূর্ব পাশ নিয়ে ১৯৬৮ সালে রেলওয়ে কর্তৃপক্ষ রেল লাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করে। কিন্তু সাম্প্রতি রেলকর্তৃপক্ষ উক্ত অধিগহণকৃত জমি বাদ দিয়ে খুলনা-মংলা মহাসড়কের পশ্চিমপাশ দিয়ে নতুন করে জমি অধিগ্রহনের জন্য জরিপের কাজ করছে।
রেলওয়ের অধিগ্রহণ জমি বাদ দিয়ে নতুনকরে জমি অধিগ্রহণ করলে এসব এলাকার কয়েকশ’ পরিবার তাদের বাড়ি-ঘর এবং হাজার হাজার কৃষক তাদের আবাদি জমি  হারাবে। সহায় সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসবে এলাকার বহু গরীব লোক 
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলার তেল-গ্যাস-খুনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আহবায়ক রণজিত চট্টোপাধ্যায়।তিনি বলেন, তারা সরকারের উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে নয়, তাদের দাবি রেলওয়ের নিজস্ব অধিগ্রহণ জায়গা দিয়ে রেল লাইনের কাজ হলে হাজার হাজার লোক তাদের ভিটাবাড়ি হারাবে না।
সভায় উপস্থিত ছিলেন কমিটির জেলা সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, সহকারী অধ্যাপক হুসাইন সায়েদীন, মাওঃ ফারুক, ডাঃ উৎপল দেবনাথ, রামপাল কৃষি জমি রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি সুশান্ত দাস, রণজিত বিশ্বাস , অমিত কর বিলাস প্রমুখ।
 ০৪ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক