প্রচ্ছদ / খবর / অভ্যন্তরীণ ১৬ রুটে অবৈধ নছিমন, করিমন, মাহেন্দ্র ও মাটরসাইকেল বন্ধের দাবিতে বাগেরহাটের চার ঘন্টা ধর্মঘট

অভ্যন্তরীণ ১৬ রুটে অবৈধ নছিমন, করিমন, মাহেন্দ্র ও মাটরসাইকেল বন্ধের দাবিতে বাগেরহাটের চার ঘন্টা ধর্মঘট

BagerhatPhoto-2(09-09-2013)
অভ্যন্তরীণ ১৬টি রুটে অবৈধ নছিমন, করিমন, মাহেন্দ্র ও মটরসাইকেল বন্ধের দাবিতে বাস শ্রমিকরা চার ঘন্টা ধর্মঘট পালন করেছে বাগেরহাট মটর শ্রমিক ইউনিয়ন।
 সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাগেরহাটের ১৬টি রুটের প্রায় ৮ শতাধিক বাস-মিনিবাস শ্রমিকরা এই ধর্মঘট পালন করে।
পরে জেলা শ্রমিক ইউনিয়ন বাস শ্রমিকদের সাথে বৈঠক করে আগামী ৩ দিনের মধ্যে সড়ক থেকে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধ করে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। ফলে বেলা ১২টার থেকে আবারও স্বাভাবিক হয় এসব রুটে যান চলাচল।
শ্রমিকরা অভিযোগ করেন, বাগেরহাটের অভ্যন্তরীণ ১৬টি রুটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নছিমন, করিমন, মাহেন্দ্র ও মটর সাইকেল চলাচল করছে। এদের কারনে আমরা বাসে যাত্রী পাইনা। যাত্রী না পাওয়ার কারনে অনেক শ্রমিক ঠিক মতন বেতন পায়ছেনা।
এবিষয়টি নিয়ে বাগেরহাট আন্তজেলা বাসমিনিবাস সড়ক পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অন্তত ১০ বার ধর্মঘট করে। প্রশাসন ধর্মঘট হলে সেই সময়ে আলোচনায় বসে এসব অবৈধ যান চলাচল বন্ধের আশ্বাস দিলেও তা কখনো বাস্তবায়ন হয়নি।
তারা জানান, শ্রমিক ও মালিক সমিতি বাগেরহাটের অভ্যন্তরীণ রুটগুলোতে অবৈধ যান চলাচল বন্ধ করতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে আমরা শ্রমিকরা ধর্মঘট আহ্বান করি। আগামী ৩দিনের মধ্যে এসব রুটে অবৈধ যান চলাচল বন্ধের আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছি।
বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার আব্দুল বাকি বাগেরহাট ইনফোকে বলেন, বার বার অবৈধ যান চলাচল বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হলেও তারা কোন পদক্ষেপ না নেয়ায় বাস শ্রমিক আকষ্কিকভাবে এই ধর্মঘট আহ্বান করে।
পরে তাদের সাথে বৈঠক করে আগামী ৩ দিনের মধ্যে বাগেরহাটের সকল অভ্যন্তরীণ রুট থেকে অবৈধ যানচলাচল বন্ধের আশ্বাস দিলে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।

০৯ সেপ্টেম্বর ২০১৩ :: এস এম সামছুর রহমান,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক