প্রচ্ছদ / খবর / ইভটিজিংকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

ইভটিজিংকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

বাগেরহাটের শরনখোলায় এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে ছালীগের দু’গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ অন্তত্য ১০ জন আহত হয়েছে।
Saronkholaপ্রতক্ষ্যদর্শীরা বাগেরহাট ইনফোকে জানান, সোমবার দুপুরে শরনখোলা ডিগ্রি কলেজের সামনে ছালীগের সভাপতি (আলম সুমন) আলম গ্রুপের এককর্মী এক কলেজ ছাত্রীকে ইবটিজিং করলে। এতে যুগ্ন-সাধারন সম্পাদক তেনজিন গ্রুপের সাথে বাকবিতন্ডা থেকে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত্য ১০জন আহত হয়েছে।
আহতদের মধ্যে শিক্ষকসহ ৪ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে শরনখোলা ডিগ্রি কলেজের শিক্ষক আলিম (৪৫), তেনজিন গ্রুপের আছাদুজ্জামান (২০), শাওন (২১), ইমামহোসেন (১৯), আলম গ্রুপের শামিম (২০) ও রাজিবের নাম জানা গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাগেরহাট ইনফোকে জানান, কলেজের একজন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে ছাত্রলীগের শামীম ও আসাদুল পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঠেকাতে গিয়ে এক শিক্ষকও আহত হন।
বিষয়টি তারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করছে বলে জানান তিনি।
২১ অক্টোবর ২০১৩ :: নিউজ এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচনিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক