প্রচ্ছদ / খবর / মংলায় উপজেলা চেয়রম্যানকে হুমকি

মংলায় উপজেলা চেয়রম্যানকে হুমকি

বাগেরহাটের মংলায় উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী ইজারাদারকে এক কলেজ ছাত্র মারপিট ও তার সরকারি গাড়ি ভাংচুরের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
Mongla-Bagerhatএ ঘটনায় চেয়ারম্যান দুপুরে মোংলা থানা পুলিশের কাছে মৌখিক অভিয়োগ করেছে।
ইদ্রিস আলী ইজারাদার বাগেরহাট ইনফোকে বলেছেন, সোমবার দুপুর ১২টার দিকে মংলা কলেজের এক ছাত্র আল-শাহরিয়ার রিমন আমাকে ফোন করে এ হুমকির কথা জানায়। পরে নিজের ও সরকারি গাড়ির নিরাপত্তার কথা ভেবে আমি পুলিশকে ঘটনাটি অবহিত করেছি।
রিমন মংলা থানা যুবলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের ভাইয়ের ছেলে বলে জানান চেয়ারম্যান।
মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, আমাকে মৌখিক ভাবে চেয়ারম্যান জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে এ ব্যাপারে রিমনের মুঠোফোন ০১৭৫৫১৫৩৭২৬ নাম্বারে বার বার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয় নি।
২৮ অক্টোবর ২০১৩ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক