প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / আ’লীগের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

আ’লীগের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের কচুয়ায়  আ’লীগ সমর্থিত দোয়াত কলমের প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এস মাহফুজুর রহমান নানা ভাবে আচারণ বিধি লঙ্ঘন করছেন। তার সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের নানা ভাবে হুমকি দিয়ে আসছে।

এসব বিষয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করে কোন সুফল পাচ্ছেন না বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী সরদার জাহিদ।

বৃহস্পতিবার দুপুরে কচুয়ায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী সরদার জাহিদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের পরিবেশ বিঘিœত হতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় চিহ্নত সন্ত্রাসী দিয়ে দোয়াত কলম মার্কায় ভোট প্রদানের জন্য হুমকি প্রদর্শন ও বিভিন্ন জায়গায় মা বোনদের নির্বাচনের দিন কেন্দ্রে গোলযোগ হবে বলে ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করে আসছে।

বাধাল ইউনিয়নের মসনী গ্রামের বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম সম্পাদক বাসুদেব মুনসী (খোকন) কে প্রাণ নাশ ও দেশত্যাগের হুমকি প্রদান করে। যা কচুয়া থানায় সাধারণ ডায়েরীভূক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন,আমার প্রচার কার্য চালানোর সময় প্রচার গাড়ীর গতিরোধ, আমাকে এবং আমার কর্মী সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন, রাতের আধারে আমার নির্বাচনি পোষ্টার ছিড়ে ফেলা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে তারা লিপ্ত হয়েছে।

যাহা আমার কাছে আমার ব্যক্তিগত নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় অন্তরায় বলে প্রতীয়মান হয়।

এছাড়া আরো বলেন, আসন্ন কচুয়া উপজেলা নির্বাচনে দোয়াত কলমের কর্মী সমর্থকরা রাতের আধারে ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের ননী গোপাল মিত্রের বাড়ীর মন্দির ভাংচুর চালিয়ে আমার স্থানীয় নেতাকর্মীদের উক্ত কুকর্মের সাথে জড়ানোর পায়তারা চালাচ্ছে।

উক্ত মাহফুজুর রহমান বিভিন্ন গ্রামে দলীয় স্লোগান সহ পোষ্টার দেওয়ালে ও গাছে আঠা দিয়ে লাগিয়ে প্রচারকার্য চালাচ্ছে। যাহা ইতোমধ্যে নির্বাচন পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে প্রমানিত হওয়ায় মৌখিক শতর্ক করা সত্বেও উক্ত অবৈধ কার্য থেকে তিনি বিরত থাকছেন না। যাহা আমাকে ভাবিয়ে তুলছে।

এমত পরিস্থিতিতে বিষয়গুলি আপনাদের মাধ্যমে আবারও নির্বাচন কমিশন সহ স্থানীয় আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনকে অবহিত করছি।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন,কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, সাধারন সম্পাদক শিকদার হাবিবুর রহমান সহ আনারস প্রতীকের সমর্থকরা।

২০ ফেব্রুয়ারি ২০১৪ :: আরিফ সাওন, 
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক