প্রচ্ছদ / খবর / বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত প্রার্থীর এজেন্ট আহত

বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত প্রার্থীর এজেন্ট আহত

bagerhat-map2
বাগেরহাটের হিন্দু অধ্যুষিত চিতলমারী উপজেলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের নির্বাচনী এজেন্ট হরেন্দ্রনাথ হালদার (৩৮) কে মারধর করেছে দুর্বৃত্তরা।

নির্বাচনোত্তর সহিংসতায় মঙ্গলবার বিকালে উপজেলার কচুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হরেন্দ্র নাথ হালদার চিতলমারী উপজেলার কালিদাস বড়াল স্মৃতি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী এবং স্থানীয় কচুড়িয়া গ্রামের দেবেন্দ্র নাথ হালদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা হরেন্দ্রনাথ হালদারকে এলোপাতাড়ী পিটিয়ে মৃত ভেবে রাস্তা’র উপর ফেলে রাখে। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ সন্ধায় তাকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এদিকে, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে  চিতলমারী উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

এব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, হরেন্দ্রনাথ কে তার বাড়ী’র সামনে দুবৃত্তরা মারপিট করে ফেলে রাখে। খবর পেয়ে থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে।

প্রসঙ্গতঃ ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চিতলমারী উপজেলায় মুজিবর রহমান শামীম চেয়ারম্যান নির্বাচিত হন।

২৫ মার্চ ২০১৪ :: সোহরাব হোসেন রতন, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক