প্রচ্ছদ / খবর / বাগেরহাটের পুটিমারী ব্রীজের নির্মান কাজের উদ্বোধন

বাগেরহাটের পুটিমারী ব্রীজের নির্মান কাজের উদ্বোধন

বাগেরহাটের বিসিক শিল্প নগরী সংলগ্ন পুটিমারী নদীর উপর ব্রীজের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা এমপি প্রধান অতিথি হিসাবে ব্রীজের নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি বলেন, এই ব্রীজটি র্নিমান কাজ সম্পন্ন হলে বাগেরহাট শহরের সাথে এলাকার মানুষ সহজেই যোগাযোগ করতে পারবে। এছাড়া পার্শবর্তী বিসিক ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্নিত হবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাহাদাত হোসেন জানান, ব্রীজটি নির্মানে প্রায় ব্যায় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। আশা করা যাচ্ছে ১৮ মাসের মধ্যে এর নির্মান কাজ শেষ হবে।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এক বছর আগে ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে প্রতিনিয়ত স্কুলগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়।

১১ নভেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বিএন/এস/আই হক-এনআরএ/বিআই

About ইনফো ডেস্ক