প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জের ইতিহাস নিয়ে টেলিফিল্ম ‘উত্তরসূরী’

মোরেলগঞ্জের ইতিহাস নিয়ে টেলিফিল্ম ‘উত্তরসূরী’

Uttoshoriমুক্তি পেল মোরেলগঞ্জের ইতিহাসের উপর নির্মিত টেলিফিল্ম “উত্তরসূরী- দি ব্রেভ রহিমুল্লাহ”।

শনিবার (৮ আগস্ট) সকালে মোরেলগঞ্জ অফিসার্স ক্লাবে টেলিফিল্মটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুল হালিম।

বেসরকারী সংস্থা এসডিআরসির সহযোগীতায় রয়েল বেঙ্গল ফিল্মস্ ও রয়েল বেঙ্গল চলচ্চিত্র সংসদের যৌথ উদ্যোগে ইতিহাস নির্ভর টেলিফিল্মটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা সৌমিক ফারুকী।

রয়েল বেঙ্গল চলচ্চিত্র সংসদের সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মঞ্জুরুল হাসান, বাগেরহাট ম্যাটস্ এর সাবেক অধ্যক্ষ ডা. শিব্বির আহম্মেদ, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাজিব আহসান রাজু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সাংবাদিক মশিউর রহমান মাসুম, মো. মইনুল ইসলাম, মো. রফিকুল ইসলাম মাসুম, অধ্যাপক স.ম. আবদুল গনি, জোসনেয়ারা ফারুকি প্রমুখ।

Uttoshori-Opening-08-08-2015মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফারুকির রচনা ও অধ্যাপক জাকির হোসেন রিয়াজের প্রযোজনায় মোরেলগঞ্জের স্থানীয় প্রায় অর্ধশত শিল্পী অভিনয় করেছেন টেলিফিল্মটিতে। ১ ঘন্টা ১০মিনিটের টেলিফিল্মটিতে পরিচালক সৌমিক ফারুকী ১৮৬১ সালে তৎকালীন মোরেলগঞ্জে সংগঠিত রক্তাক্ত কৃষক বিদ্রোহের চিত্র তুলে ধরেছেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে “উত্তরসূরী- দি ব্রেভ রহিমুল্লাহ” টেলিফিল্মটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী কলাকুশলীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ইতিহাস নির্ভর টেলিফিল্মটি প্রদর্শনী শেষে অতিথিবৃন্দ তাদের মূল্যায়নে মোরেলগঞ্জের নাম আবারও রহিমগঞ্জ করার দাবি জানান। একই সাথে অংশগ্রহণকারী শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘উত্তরসূরী’র ভূয়সী প্রশংসা।

বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক (নীল) বিদ্রোহের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত “উত্তরসূরী- দি ব্রেভ রহিমুল্লাহ” টেলিফিল্ম-এর মিডিয়া পার্টনার ছিল দেশের প্রথম অনলাইন কমিউনিটি পোর্টাল বাগেরহাট ইনফো ডটকম

নবীন নির্মাতা সৌমিক ফারুকী এর আগে ‘Frustrated Dream’ নামে মোরেলগঞ্জের ইতিহাসের উপর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিণ করেছিলেন।

০৮ আগস্ট :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About ইনফো ডেস্ক